
মোঃইবাদুর রহমান জাকির বিশেষ প্রতিনিধিঃ
এই মহামারির মধ্যে আমি কেবল আমার চিন্তা করলে হবেনাতো ভাই,পাড়া প্রতিবেশী ইমাম মুয়াজ্জিন সাহেবদেরও খবর নিতে হবে তাই”এই শ্লোগাণ কে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরঘেরা
১নং বর্ণি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের।বর্ণি প্রবাসী জনকল্যাণ পরিষদ এর পক্ষ থেকে প্রাথমিক ধাপে৬ টি মসজিদের ইমাম মুয়াজ্জিন ও গ্রামের নিম্ন মধ্যবিত্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।এসময় সংস্থার দায়িত্বশীলরা খামে করে ইমাম মুয়াজ্জিন,ও নিম্ন মধ্যবিত্তদের জন্য ঈদ উপহার স্বরূপ নগদ অর্থ পৌছিয়ে দেন দায়িত্বপ্রাপ্ত প্রবাসী জনকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ৷
