
এম এম আতিকুর রহমানঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গোবিন্দবাটি এলাকায় মাইক্রোবাস ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে নারীসহ দু’জন নিহত হয়েছেন।এসময় আহত হয়েছেন ১০ জন। মঙ্গলবার (১৯ মে) ভোরবেলা এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আফরোজা হোসেন নিশু (৩৫) ও বদরুজ্জামান (৪৫)। নিহত দু’জনই বড়লেখার ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নিহত ও আহত সবাই রাজশাহী জেলার বাসিন্দা। এরা সবাই বড়লেখার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। আহত চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা ও মাইজগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদ হোসেন সহ আহতরা মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
