
নিউজ ডেস্কঃ এস এস সি ব্যাচ ১৯৯২ বড়লেখা তিন শত কর্মহীন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিলেন নগদ চার লক্ষ অর্থ। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, ও উপজেলা প্রকল্প কর্ম কর্তা ওবায়দুল্লা খান।
বক্তব্য রাখেন মীর মুহিবুর রহমান, আব্দুল হাফিজ ললন, বদরুল ইসলাম মনু, মনির উদ্দিন। আনুষ্ঠানিক ভাবে কয়েকজন পঙ্গু ও কোরআনে হাফিজকে উপহার দিয়ে বন্ধুরা কয়েক ভাগে বিভক্ত হয়ে মানুষের ঘরে নগদ অর্থ উপহার তুলে দেন।
এস এস সি ব্যাচ ১৯৯২ এর উদ্যোগকে স্বাগত জানিয়েছে বড়লেখাবাসী। তারা বলেন করোনা ভাইরাসের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে আসলে অসহায় মানুষগুলোর মুখে কিছুটা হলেও হাসি ফুটবে।
