লুডুখেলা নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

ছবি প্রতিকি

নিউজ ডেস্কঃ বগুড়ার গাবতলী উপজেলায় লুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে মানিক (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৬ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পৌর-বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক উপজেলার পৌর-এলাকার পশ্চিমপাড়ার চা বিক্রেতা আবেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরেই গাবতলীর বিভিন্ন স্থানে বাজি (জুয়া) ধরে লুডু খেলা চলছিল। বুধবার সন্ধ্যায় পৌর-এলাকার পশ্চিমপাড়ার বাসিন্দা নাহিদের সঙ্গে বাজিতে লুডু খেলছিলেন নিহত মানিক। খেলার খেলতেই বাজির টাকা নিয়ে দু’জনের মধ্য কোন্দল শুরু হয়। এরই একপর্যায়ে মানিককে ছুরিকাঘাত করে পালিয়ে যান নাহিদ।

পরে স্থানীয়রা গুরুতর আহত মানিককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে গাবতলী সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বাংলানিউজকে জানান, বুধবার ইফতারের পূর্ব-মুহুর্তে লুডু খেলায় বাজির টাকা নিয়ে বিবাদের জেরে ছুরিকাঘাতে মানিক খুন হন। এ ঘটনায় নিহত মানিকের বন্ধু নাহিদকে আটকের চেষ্টা চলছে। সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.