
নিউজ ডেস্ক : মৌলভীবাজার জেলার আরো ৮জনের ডাক্তার ও স্বাস্থ্য কর্মীর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪জনে। মঙ্গলবার রাতে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা তওহীদ আহমদ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেট ওসমানী ল্যাবে পরীক্ষায় এই রিপোর্ট আসে। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৮জন ডাক্তার ও স্বাস্থ্য কর্মীর করোনা পজেটিভ এসেছে। সিভিল সার্জন সূত্র জানা গেছে, মৌলভীবাজার জেলায় হোম কোয়ারেন্টাইনে ১৮০৫জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১২জন আছেন। করোনা আক্রান্তে মৃত্যু বরণ কারী ২জন।
