কর্মস্থলে যাওয়ার পথে ছুরিকাহত সোনালী ব্যাংকের ২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ বগুড়ায় সোনালী ব্যাংকের নন্দীগ্রাম শাখার দুই কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ভল্টের চাবিসহ ব্যাগ, টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শাজাহানপুর থানার জোড়া এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে তারা হামলার শিকার হন। এ ঘটনায় সোনালী ব্যাংকের নন্দীগ্রাম শাখার লেনদেন প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয়।

হামলার শিকার কর্মকর্তারা হলেন সোনালী ব্যাংকের নন্দীগ্রাম শাখার ম্যানেজার মতিউর রহমান (৫০) ও সিনিয়র অফিসার আতাউর রহমান (৪৫)। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, মতিউর রহমান ও আতাউর রহমান বগুড়া শহরের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে তাদের কর্মস্থল নন্দীগ্রাম যাচ্ছিলেন। যাওয়ার পথে সকাল ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে জোড়া নামক স্থানে দুর্বৃত্তরা পথরোধ করে তাদের উপর্যুপরি ছুরিকাঘাত করে ভল্টের চাবি, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ছুরিকাহত দুজন ব্যাংক কর্মকর্তার অবস্থা উন্নতির দিকে। ঘটনার পর পরই দুর্বৃত্তদের ধরতে পুলিশি অভিযান শুরু করেছে। বিভিন্ন স্থানে অভিযান চলছে।

বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন মতিউর রহমান জানান, দুর্বৃত্তরা হঠাৎ করেই পথ রোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই হামলা করে এবং আমাদের কাছ থেকে প্রায় ১০ হাজার টাকা, ভল্টের চাবিসহ ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়। সুত্রঃ বণিক বার্তা

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.