কাঁঠালের ভেতরে ইয়াবা পাচারকালে দুই রোহিঙ্গা আটক

কক্সবাজারের ইনানীতে কাঁঠালের ভেতরে ইয়াবা পাচারকালে দুই রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। শনিবার (২ মে) সন্ধ্যা সাতটার দিকে উখিয়ার ইনানীর মাদারবনিয়া চেপটখালী এলাকায় থেকে ৬ হাজার পিস ইয়াবা তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দার মকবুল আহমেদ ছেলে রশিদ উল্লাহ (১৯), একই ক্যাম্পের মৃত ফজল আহমদের ছেলে মোহাম্মদ রশিদ আহমেদ (২৩)।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম বলেন, ‘অভিনব পদ্ধতিতে কাঁঠালের ভেতরে ইয়াবা বহন করে ঢাকায় পাচার করছে, এমন খবরে কোস্ট গার্ডের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুই রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী কাঁঠালের ভেতরে থেকে ৬ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা। সুত্রঃ বাংলা ট্রিবিউন

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.