জুড়িতে কৃষকে হাতে পৌছে দেওয়া হল হার্ভেস্টার

করোনাভাইরাসের কারণে যখন শ্রমিক সংকঠে ভোগছিল মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হার্ভেস্টারর বোরো চাষীরা ঠিক তখনই দু’টি কম্বাইন হার্ভেস্টার (ধান কাটার যন্ত্র) উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১ মে) দুপুরে বন, পরিবেশ ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি ঢাকা থেকে মুঠোফোনে কৃষকও জনতার সাথে কথা বলে হার্ভেস্টার ক্রেতাদের হাতে চাবি পৌঁছে দেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদরুল হোসেন, উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অসীম চন্দ্র বনিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন ও বিআরডিবি’র চেয়ারম্যান এম এ সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউএনও অসীম চন্দ্র বনিক বলেন, ভিয়েতনামের তৈরি ২০ লাখ ৫০ হাজার টাকা দামের এ কম্বাইন হার্ভেস্টার একেকজন কৃষক পেয়েছেন ৬ লাখ ১৫ হাজার টাকায়। বাকী ১৪ লাখ ৩৫ হাজার টাকা (৭০%) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভর্তুকী প্রদান করেন। ভর্তুকী মূল্যে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের নিত্যানন্দ দাস ও বাছিরপুর গ্রামের মো. শাহাজাহান হার্ভেস্টার গুলো ক্রয় করেন।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.