লকডাউনে মা পাঠালেন বাজারে,ছেলে ফিরলো বউ নিয়ে

হঠাৎ করে ছেলের বউকে মেনে নিতে নারাজ এই যুবকের মা

আমি ছেলেকে মুদি দোকানে পাঠালাম। কিন্তু সে ফিরে এলো বউ নিয়ে’

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের কারণে বিশ্বের প্রায় সব দেশের মতোই ভারতেও চলছে সার্বিক লকডাউন। এরইমধ্যে দেশটির ঘজিয়াবাদের এক নারী তার ছেলেকে বাজার করতে পাঠালে সে বউসহ বাড়ি ফিরেছে। বিষয়টি নিযে পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই নারী।

বুধবার (২৯ এপ্রিল) উত্তর প্রদেশের শহরটিতে এমন ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

কান্নাভেজা চোখে ওই নারী বলেন, “আমি ছেলেকে মুদি দোকানে পাঠালাম। কিন্তু সে ফিরে এলো বউ নিয়ে। এমন বিয়ে মেনে নিতে রাজি নই আমি।”

এই বিয়ের বিষয়ে ওই নারীর ছেলে গুড্ডুর (২৬) ভাষ্য, “দুই মাস আগে হরিদ্বারের আর্য্য সমাজ মন্দিরে আমি সভিতাকে (নববধু) বিয়ে করেছি।”

তিনি আরও বলেন, “তখন স্বাক্ষীর অভাবে আমরা ম্যারেজ সার্টিফিকেট পাইনি। সার্টিফিকেট আনতে আমি আবারও হরিদ্বারে যাওয়ার পরিকল্পনা করেছিলাম কিন্তু লকডাউনের কারণ যাওয়া হয়নি। হরিদ্বার থেকে ফিরে সভিতা দিল্লির একটি ভাড়া বাড়িতে উঠেছিল। কিন্তু লকডাউনের কারণে ভাড়া বাড়িটি ছেড়ে দেওয়ায় আজ আমি তাকে মায়ের বাড়িতে আনার সিদ্ধান্ত নিই।”

পারিবারিক কলহ এড়াতে ওই দম্পতিকে লকডাউন শেষ না হওয়া পর্যন্ত আশ্রয় দেওয়ার জন্য সভিতার দিল্লির ভাড়া বাড়ির মালিককে অনুরোধ করেছে স্থানীয় পুলিশ। সুত্রঃ ঢাকা ট্রিবিউন

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.