বড়লেখায় প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ


মোঃইবাদুর রহমান জাকিরঃ করোনা পরিস্থিতিতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চা শ্রমিক ও বোরো ধান কাটা কৃষি শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় হতে প্রাপ্ত বরাদ্ধ হতে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ উপজেলার ১৫’শ চা শ্রমিক ও ৩’শ কৃষি শ্রমিকদের মাঝে এগুলো বিতরণ করা হচ্ছে। প্রণোদনাভোগীদের প্রত্যেহ কে দেওয়া হচ্ছে ১০ কেজি করে চাল, ২ কেজি করে আলু ও ১টি করে সাবান।বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার ৪নংউত্তর শাহবাজপুর ইউনিয়নের ওহিদাবাদ ও পাল্লাথল চা বাগানে গিয়ে নিজ হাতে চা শ্রমিকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

এর পূর্বে উপজেলার সুজানগর ইউনিয়নের সালদিঘা গ্রামে কৃষকের ক্ষেতে গিয়ে ধানকাটা শ্রমিকদের মাঝে এ ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৫ টি চা বাগানে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ১৫শ চা শ্রমিক ও বিভিন্ন ইউনিয়নের বোরো ধান কাটা ৩’শত কৃষি শ্রমিকদের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় হতে প্রাপ্ত বরাদ্ধ হতে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রণোদনাভোগীদের প্রত্যেককে দেওয়া হচ্ছে ১০ কেজি করে চাল, ২ কেজি করে আলু ও ১টি করে সাবান। বুধবার উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৮ টি চা বাগানের ৮’শ চা শ্রমিকদের মাঝে ও সুজানগর ইউনিয়নে ১শ বোরো ধান কাটা কৃষি শ্রমিকদের মাঝে এসব খাদ্য সামগী বিতরণ সম্পন্ন হয়েছে। এছাড়াও এর আগে গত ২০ এপ্রিল হাকালুকি হাওরে গিয়ে ১শ কৃষি শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন। সব মিলিয়ে এ পর্যন্ত উপজেলার ১ হাজার উপকারভোগীদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। বাকিগুলো দু’একদিনের মধ্যে বিতরণ সম্পন্ন হবে। বিতরণকালে সামাজিক দূরত্ব মানা হয়েছে।

এসময় বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ,ইউএনও মো. শামীম আল ইমরান,সরকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান ছাড়াও সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও ট্যাগ অফিসারগণ উপস্থিত ছিলেন।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.