
নিউজ ডেস্কঃ আক্রান্ত কারারক্ষীরা হাসপাতালে ডিউটি করার সময় সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে
ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১০ জন কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী।
তিনি বলেন, “কারাগারের পাশে ২০০-২৫০ জন কারারক্ষী থাকেন। এদের মধ্যে ১০ জন কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।”
ইকবাল কবির চৌধুরী বলেন, “কারারক্ষীদের হাসপাতালে ডিউটি থাকে। সেখান থেকে তারা সংক্রমিত হয়ে থাকতে পারেন।”
জেল সুপার আরও বলেন, “আক্রান্তদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।” সুত্রঃ ঢাকা ট্রিবিউন
