
মোঃইবাদুর রহমান জাকিরঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সাহিত্য ভিত্তিক সামাজিক সংগঠন বড়লেখা পাবলিকেশন সোসাইটির উদ্যোগে (২৯এপ্রিল) বুধবার ৫ম রামাদ্বান বেলা ২ঘটিকার সময় খদিজা ম্যানশন এর (২য় তলায়) শতাধিক মধ্যবৃত্ত পরিবারের জন্য (চাল,ডাল,খেজুর,চানা,আলু)খাদ্য সামগ্রী প্যাকেটিং প্রস্তুত পূর্বক, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমানের সঞ্চালনায়, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহতাব আল মামুন ভিডিও কলের মাধ্যমে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন করোনা প্রাদুর্ভাবে পৃহবন্দিদের মধ্যে এই সংগঠন এ যাবত দুই বার খাদ্য সামগ্রী বিতরণ করেছে। প্রবাসী দাতা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পাশাপাশি সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যদের শুকরিযা আদায় করেন, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল আহাদ আরো উপস্থিত ছিলেন মাষ্টার জাকির হোসেন, বড়লেখা সাপ্তাহিক পত্রিকার সম্পাদক আতিকুর রহমান আতিক, প্রধান সমন্বয়ক খায়রুল ইসলাম “
সাধারণ সম্পাদক মুহাম্মদ রুবেল হোসেন “সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল লতিফ,সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ তুহেল, সহ সাংগঠনিক সৈয়দ আব্দুস সামাদ, প্রচার সম্পাদক আব্দুল হালিম, অর্থ সম্পাদক মিজানুর রহমান ও সদস্য হোসাইন আহমেদ।
উল্লেখ্য অনুষ্টান শেষ করে প্রতি ইউনিয়ন প্রতিনিধিদের হাতে খাদ্য উপহার সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়,ইউনিয়ন প্রতিনিধি রাত্রে বাড়ি বাড়ি নিয়ে পৌছে দেন।
এই সংকটময় মুহুর্তে জনগনের মুখে কিছুটা হাসি ফুটাতে পেরে পাবলিকেশন্স সোসাইটির কার্যকরিপরিষদ সদস্য দাতা সদস্য শুভাকাঙ্ক্ষী সকলে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
