সিলেটে ৮দোকানের ভাড়া মওকুফ করে দিলেন প্রবাসী মালিক

বড়লেখা ডেস্কঃ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বিপর্যয়ের মধ্যে বাংলাদেশও আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়ে চলছে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে চলছে অঘোষিত লকডাউন। এমন পরিস্তিতিতে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজার এলাকায় আব্দুল কাদির ও আব্দুল কাইয়ুম কমপ্লেক্স মার্কেটে থাকা ৮টি দোকান ঘর ভাড়াটিয়াদের পাশে দাঁড়িয়েছেন ওসমানী নগর উপজেলার সাবেক ফুটবলার, বর্তমান যুক্তরাজ্য প্রবাসী মফজ্জিল আলী (চমক)। তিনি চলতি এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন ব্যবসায়ীদেরকে।

তার মামাতো ভাই সাংবাদিক বদরুল ইসলাম মহসিনের ব্যবসায়ীদের সমস্যার কথা জানালে তিনি ভাড়া মওকুফ করার ঘোষণা দেন।

মফজ্জিল আলী (চমক) বলেন, করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার কারণে দেশের সবকিছুই স্থগিত হয়ে গেছে। কর্মজীবী মানুষ কর্মস্থলে যেতে পারছে না। তাই আমি এদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে প্রবাসে বসবাস করেও জানতে পারলাম করোনা মহামারিতে অসহায় দরিদ্র ও মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত মানুষ রয়েছেন বিপদগ্রস্ত। এই পরিস্থিতিতে গত কিছুদিন পূর্বে দেড় শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করি। এই পরিস্থিতিতে আমরা একে অন্যের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে আমি ও আমার পরিবারের মালিকাদিন মার্কেটে থাকা ৮টি দোকান ঘরের সব ভাড়াটিয়ার এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দিলাম।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.