
মোঃইবাদুর রহমজন জাকির
সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়ন এর খশির আবিদুল্লাহপুর গ্রামে ব্রাহ্মণবাড়িয়া ফেরত যুবক সহ মোট ২ জনের করোনা ভাইরাস সন্দেহে নমুনা সংগ্রহ করেছেন বিয়ানীবাজার উপজেলা সাস্থ কমপ্লেক্সের দায়ীত্বশীল চিকিৎসকরা।
বিয়ানীবাজার উপজেলা সাস্থ কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আযাদ এর নেতৃত্বাধীন বিশেষ টীম নমুনা সংগ্রহ করেন।
