বড়লেখা’র ক্ষণজন্মা শিক্ষাবিদ সাবেক চেয়ারম্যান মুছব্বির আলীর আর নেই

এম.এম আতিকুর রহমানঃ
বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়নের সাবেক চার চারবারের নির্বাচিত চেয়ারম্যান ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বড়খলা গ্রামের কৃতি সন্তান আমেরিকার স্হায়ী বাসিন্দা আলহাজ্ব মুছব্বির আলী আজ রাত প্রায় ৮ ঘটিকায় আমেরিকার একটি হাসপাতালে ইহকাল ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মানুষ গড়ার কারিগর এ কৃতীমান বীর পুরুষ শিক্ষকতার পাশাপাশি সমাজ সেবায়ও অনবদ্য অবদান রেখে গেছেন। তিনি বিএনপির দক্ষ রাজনীতিবিদ হিসেবে ইউনিয়নের চার চার বারের সফল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি এলাকার উন্নয়ন অগ্রগতি এবং সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায়। অমায়িক ব্যক্তিত্ব সম্পন্ন এ ক্ষণজন্মা শিক্ষাবিদ হাজার হাজার কৃতিত্বের অধিকারী ছাত্র -ছাত্রী তৈরী করেছেন। যারা আজ সমাজের বিভিন্ন শ্রেনীপেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
তাঁর ইন্তেকালে এলাকায় ও দেশ-বিদেশের হাজারো ভক্ত অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
আমরা কায়মনোবাক্যে মহান আল্লাহ তায়ালার কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করছি এবং পরিবার পরিজন সহ সকলকে সবরে জামিল প্রদানের মিনতি করছি।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.