
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবার পর থেকে অনেক চিন্তিত।
জানিনা আল্লাহ আমাদের কেমন রাখবেন।
যে সকল শিক্ষকরা একাডেমি বা কোচিং কিংবা প্রাইভেট পড়িয়ে সংস্যারের খরচ যোগান। তারা আজ আমার মত অসহায়। আল্লাহ আমাকে সাহায্য করেন। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ভালো উদ্দেশ্য। কিন্তু আমাদের মতন হাজার শিক্ষক, হাজার বেকার,হাজার প্রাইভেট কোম্পানি আছে, হাজারো কর্মি বিমা তে কাজ করে পরিবারের বরন পোষন করে আসছেন।।।
আজ সবাই আমার মতন অসহায়।
আল্লাহ সাহায্য কর।
কোন পত্রিকা আমাদের টিউশনি টিচার দের নিয়ে নিউজ করতেছেন না আর করবেন না। কারন আমরা মধ্যবিত্ত। এটাই আমাদের অভিশাপ। আজ কারো কাছে হাত পাততে পারতেছিনা।সম্মানের ভয়ে। জানিনা আল্লাহ কপালে কি রেখেছেন। হয়তো দু এক মাস চলতে পারবো কিন্তু সরকার ৫ মাসের বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের কি হবে । সরকারী তো অনেক কিছু অনেকেই পাচ্ছে। কিন্তু সরকারের কোন দোষ নেই। উনি উনার সাধ্য মতন ট্রাই করতেছেন। কিন্তু চাউল চুর ডাল চুর ওরা মেরে দিচ্ছে।এই জন্য প্রধানমন্ত্রীর উচিৎ ছিলো। সবার NID কে ব্যাংক নাম্বার বানিয়ে টাকা জনে জনে দিয়ে দিতে না হয় সবাইকে পস্তাতে হবে। দেশে চুরি ডাকাতি, ইত্যাদি বেড়ে গেছে। এর কারন একটাই ছিল। কেউ খিদার জালা সহয্য করতে পারেনা।এটাই সত্য,কিন্তু আমরা খিদার জ্বালা সহ্য করে তাকতে হয়। কারণ আমরা সবাই মধ্যবিত্ত আল্লাহ আমাদের হেল্প করেন।
লেখাটি একজন প্রাইভেট শিক্ষক আমাদের ফেইজবুক পেইজে ইনবক্স করেছেন ।
