
ইবাদুর রহমান জাকিরঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা থানার অফিস ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক সেচ্ছায় ৮ম বারের মতো রক্তদান করলেন।
শনিবার (২৫এপ্রিল) প্রথম রামজানের রোজা রেখে তারাবির নামাজ আদায় করে মানবতার ডাকে সাড়া দিয়ে একজন রক্তশূন্য মহিলা কে ৮ম বারের মতো রক্তদান করলেন । জানা যায় বড়লেখা উপজেলার বেসরকারী সিটি ক্লিনিক হাসপাতালে রক্তশূন্যতা রোগী রক্তের জন্য আর্তনাদ করছিলেন। তাঁহা জেনে ওসি নিজে রক্তদান করলেন।এবং তিনি বিগত দিনে বড়লেখা সর্বপ্রথম রক্তাদানকারী সেচ্ছাসেবী সংগঠন মানব কল্যান ফাউন্ডেশনের ডাকে সাড়া দিয়ে ৭ম বারের মতো রক্তদান করেছিলেন। ইয়াছিনুল হক বড়লেখাবাসীর জনপ্রিয় মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি করোনা প্রাদুর্ভাব কে উপেক্ষা করে দিন রাত পরিশ্রমের মাধ্যমে বড়লেখার জনগণের করোনা মোকাবেলায় মানুষকে গৃহবন্দি ও সামাজিক দূরত্ব বজায় রাখার চেস্টা অব্যাহত রাখছেন। পাশাপাশি লক ডাউনে অসহায়ের গৃহে খাবার পৌছে দিচ্ছেন।
