মৌলভীবাজার জেলায়ঃ করোনার পর এবার ডেঙ্গু রোগী শনাক্ত

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনার পর এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত ওই তরুণ (৩৫) শহরের কলেজ সড়কের বাসিন্দা।

শনিবার, ২৫ এপ্রিল প্রচণ্ড জ্বর ও শরীরের ব্যথা নিয়ে ওই তরুণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। চিকিৎসকের পরামর্শে শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু টেস্ট করান। এতে রিপোর্ট পজেটিভ আসে।
করোনার পাশাপাশি ১৬ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু রোগী শনাক্তের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জনসাধারণের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

বিভিন্ন সূত্রে জানা যায়, গত আট দশ দিন ধরে তিনি তীব্র জ্বরে ভুগছেন। সঙ্গে শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ডেঙ্গু জ্বরে আক্রান্ত তরুণ আমাদের পর্যবেক্ষণ রয়েছেন। তাকে নিয়মিত স্বাস্থ্য পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি বর্তমানে সুস্থ আছেন।’
এদিকে করোনার পর একই দিনে ডেঙ্গু রোগী শনাক্তের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। নয়ন আল রসিদ নামের একজন লিখেন ‘আল্লাহ আমাদের হেফাজত করুন।’

আব্দুল্লাহ নামের একজন লিখেন, ‘আমাদের প্রাণের শ্রীমঙ্গলে আর বুঝি শেষ রক্ষা হলো না।’ কেউ কেউ পৌরসভা কর্তৃপক্ষকে দ্রুত মশক নিধন কার্যক্রম হাতে নেওয়ার অনুরোধ করেন। কেউবা আবার ব্যঙ্গ করে লিখেন ‘পৌরসভা হোম কোয়ারেন্টিনে রয়েছে।’

উল্লেখ্য, শ্রীমঙ্গলে শুক্রবার রাতে একজন কভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়।
সুত্রঃ কালের কন্ঠ

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.