
কুমিল্লার মুরাদনগর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত এক তরুণ (২৪) আজ শনিবার ভোরে ঘরের জানালা ভেঙে পালিয়ে গেছেন। পুলিশ তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছে। তবে বিকেল চারটা পর্যন্ত তাঁর কোনো হদিস মেলেনি।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল আলম বলেন, ২১ এপ্রিল ঢাকায় বেকারিতে কাজ করা মুরাদনগরের ওই তরুণের নমুনা সংগ্রহ করা হয়। গত বৃহস্পতিবার রাতে জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। পরের দিন শুক্রবার দুপুরে ওই তরুণের বাড়ি লকডাউন করা হয়। তাঁকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়। তাঁর কোনো উপসর্গ নেই। বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে তিনি ভালো হয়ে যেতেন। আজ জানা গেল, জানালা ভেঙে পালিয়েছেন ওই তরুণ। এখন তাঁর সংস্পর্শে আসা যে কারও সংক্রমিত হওয়ার ঝুঁকি আছে। তিনি যেখানে যাবেন, সেখানেই এই ভাইরাস ছড়াবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, ওই তরুণকে খুঁজে বের করার জন্য পুলিশকে জানানো হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুর আলম বলেন, পালিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
সুত্রঃ প্রথম আলো
