
এ বছর ফরিদা বেগমের বাসায় রমজান এসেছে বেশ আগেই
শুরু হয়েছে সংযমের মাস রমজান। সিয়াম সাধনায় নিয়োজিত হয়ে সারাবেলা খাদ্য গ্রহণ থেকে বিরত থাকার সময়। কিন্তু এ বছর ফরিদা বেগমের বাসায় রমজান এসেছে বেশ আগেই। করোনাভাইরাসের প্রকোপে আর ১০টি নিম্নবিত্ত পরিবারের মতোই তার পরিবারেরও জুটছে না দুমুঠো খাবার।
ফরিদা শুনেছিলেন শনিবার ত্রাণ মিলবে। সে আশায় বুক বেঁধে রাজধানীর খিলগাঁও থেকে ছুটেছিলেন বংশালে। চড়া রোদ্দুরের মধ্যে বংশালে পৌঁছানোর পর মেলে মাত্র আধা কেজি চাল।
পরিবারের মুখে একমুঠো ভাত তুলে দিতে সেই চাল নিয়েই আবার ছুটবেন বাসার দিকে। কিন্তু বেঁচে থাকার অদম্য মনোবলের সঙ্গে যেন তাল মিলিয়ে উঠতে পারেনি তার শরীর। অভুক্ত পেটে, আসন্ন বিপদের শঙ্কায় আর প্রচণ্ড রোদের তাপে সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়েন তিনি। পাশেই পড়ে ছিল দিনভর সংগ্রামের পর যোগাড় করা সেই আধা কেজি চাল। সুত্রঃ ঢাকা ট্রিবিউন
