
গত বিশ্বকাপে বাজিমাত করেছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশেষ করে ব্যাট হাতে তিন নম্বরে নেমে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন তিনি। যেখানে টুর্মামেন্টে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাকিব। অপেক্ষাকৃত কম ম্যাচ খেলে ৮ ম্যাচে তিনি করেন ৬০৬ রান। বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্সের প্রশংসা করেছেন সবাই। এবার নভেল করোনাভাইরাসের প্রকোপে অসহায়দের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিশ্বকাপ মাতানো সেই ব্যাট নিলামে তোলেন সাকিব। নিলামে সাকিবের সেই ব্যাট বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। ব্যাট বিক্রির এই অর্থ যোগ হবে তার গড়া ‘সাকিব আল হাসান ফাউন্ডেশনে’। যা কিনা পুরোপুরিভাবেই অসহায় মানুষদের সেবার উদ্দেশ্যে খরচ করা হবে।
বুধবার অনলাইন প্লাটফর্মে নিলামে তোলা ব্যাটটি কেনার জন্য সময়সীমা দেয়া হয়ছিল রাত ১১টা পর্যন্ত। যদিও পরে সেই সময় ১৫ মিনিট পর্যন্ত বাড়ানো হয়। নিলামে তোলা ব্যাটটির ভিত্তি মূল্য ছিল ৫ লাখ টাকা। বাংলাদেশীদের বাইরে ভারত, অস্ট্রেলিয়াসহ অনেকে দেশের ক্রিকেটপ্রেমীও চেয়েছিলেন ব্যাটটি কিনতে। পরে রাজ নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাঙালি বাকিদের পেছনে ফেলে ব্যাটটি কিনে নেন।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাটটি কিনতে পেরে নিজের উচ্ছ্বাসের কথা জানান রাজ। সাকিবও ধন্যবাদ জানান রাজকে।
অবশ্য ব্যক্তিগতভাবে এগিয়ে আসার পাশাপাশি দলীয়ভাবেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাকিব। যেখানে বাংলাদেশ জাতীয় দলের অন্যান্য সতীর্থসহ একসঙ্গে নিজেদের এক মাসের বেতনের অর্ধেক দান করেছেন তারা। অবশ্য সাকিব ছাড়া অন্যরাও নিজ নিজ জায়গা থেকে অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। সুত্রঃ বণিক বার্তা
