হাসপাতাল থেকে পালিয়েছেন করোনা আক্রান্ত নারী

সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পালিয়েছেন করোনা আক্রান্ত এক নারী। তিনি সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের রঙ্গীটিলার বাসিন্দা। তার খোঁজে স্বামীর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়।

জানা গেছে, ওসমানী হাসপাতালের গাইনি ওয়ার্ডে গত বুধবার এক সন্তান জন্ম দেন ওই নারী। এরপর তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সকালে তার সদ্যজাত সন্তান মারা যায়। এদিন সন্ধ্যায় তার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এরপর রাতে কোনো একসময় তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।
করোনা রোগী পালানোর বিষয়টি নিশ্চিত করে ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমদ বলেন, করোনাভাইরাসে আক্রান্ত এক নারী হাসপাতাল থেকে পালিয়েছেন। তাকে খুঁজে বের করতে আমরা চেষ্টা চালাচ্ছি। রোগী লাপাত্তা হওয়ার পর হাসপাতালে সংরক্ষিত তার স্বামীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। সুত্রঃ কালের কন্ঠ

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.