লুডু খেলতে গিয়ে ৩১ জনের শরীরে করোনা দিলেন তিনি!

প্রতিকি ছবি

অনলাইন ডেস্কঃভারতে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে পাড়ায় বন্ধুদের বাড়ি ঘুরে ঘুরে লুডু খেলছিলেন এক নারী। পরে দেখা গেল তিনি করোনায় আক্রান্ত। আর তিনি লুডু খেলতে গিয়ে ৩১ জনকে করোনা দিয়েছেন। এমন ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানার সূর্যপেত জেলায়।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দিল্লির তবলিগ জামাতের এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন এই নারী। তা জানার পর থেকেই তার শরীরে ভাইরাস এসেছে বলে সন্দেহ করা হয়। পরে পরীক্ষ করলে তার শরীরে ধরা পড়ে করোনা। তারপর ওই নারী যে ৩১ জনের সংস্পর্শে এসেছিলেন, তেমন ৩১ জনের নমুনা সংগ্রহ করার পর দেখা যায়, সকলেরই করোনা পজিটিভ। প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই কথা জানানোর পাশাপাশি উদ্বেগ প্রকাশ করা হয়। কি ভয়ানকভাবে এই রোগ ছড়িয়ে পড়ছে সে কথাও বলা হয়।
তেলঙ্গানায় গত ২৪ ঘন্টায় আরো ১৫ জন নতুন রোগীর সন্ধান পাওয়া গেছে। সব মিলিয়ে এই রাজ্যে এখন মোট করোনা পজিটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৩। এর মধ্যে ১৯৪ জন রোগী সুস্থ হয়ে গিয়েছেন। আর মৃত্যু হয়েছে ২৩ জনের।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.