বড়লেখায় মানব কল্যাণ ফাউন্ডেশনের রমজানের খাদ্য সামগ্রী প্রদান।

দৈনিক বড়লেখা সংবাদঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সর্বপ্রথম রক্তদানকারী সেচ্ছাসেবী সংগঠন “মানব কল্যাণ ফাউন্ডেশন” এর উদ্দ্যোগে বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আটকা পড়া অসহায় পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে সংগঠনের একজন সদস্য একজন রক্ত শূন্যতা রোগীকে বিনা মূল্যে রক্তদান করেন,পরে খাদিজা ম্যানশন ফাউন্ডেশনের কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এক দোয়া মাহফিল অনুষ্টিত হয়, এতে সংগঠনের প্রবাসী দাতা সদস্য দেশবাসীর জন্য বিশেষ মুনাজাত করা হয়, পরে মাহে রমজানের খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয় ইউনিয়ন প্রতিনিধিদের হাতে।
উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব কামাল হোসেন, স্থায়ী পরিষদের সদস্য রিফাত আহমদ,সভাপতি আব্দুর রহমান,সিনিয়র সহ সভাপতি মমিনুর রশিদ মুন্না, সহ সভাপতি শিমুল চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন মাসুম, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান জুয়েল, প্রচার সম্পাদক আহমেদ এবাদ, সহ প্রচার সম্পাদক ইবাদুর রহমান জাকির, অর্থ সম্পাদক শরিফ আল মামুন, সহ অর্থ সম্পাদক নাসির হোসাইন, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য রাসেল আহসান,ময়নুল ইসলাম,শাহরিয়ার সাকিব প্রমূখ।

উল্লেখ্য এই মাহে রমজানের খাদ্য সামগ্রী সুসম বন্টনের মাধ্যমে প্রতি ইউনিয়ন প্রতিনিধিদের মাধ্যমে রাত্রে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেওয়া হয়,কাজটি সফল করায় সংগঠনের দাতা সদস্যগণ সংগঠনের সকলকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য: সংগঠনের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান মোঃগোলজার হোসেন হাসান, সিনিয়র ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম , সিনিয়র ভাইস চেয়ারম্যান হিফজুল হোসাইন , ভাইস চেয়ারম্যান তাপাদার জায়েদ আহমদ প্রবাসে লক ডাউনে থাকা অবস্থায় ভিডিও কলের মাধ্যমে এই সুন্দর অনুষ্টান দেখে সকল সদস্য’কে মোবারকবাদ জানান।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.