বড়লেখায় ফোন করলে খাবার পৌঁছেবে,মানবিক উদ্দোগ আলহাজ্ব বদরুল ইসলামের


আশফাক জুনেদ,বড়লেখাঃ করো’নার প্রভাবে কর্মহীন মধ্যবিত্ত সীমিত আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিতে এক মানবিক উদ্যোগ নিয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজে’লার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব বদরুল ইস’লাম।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের দুটি নাম্বার (01756365867 / 01715931256) দিয়ে তিনি ঘোষনা দিয়েছেন উপজে’লার দক্ষিণ ভাগ ও সুজানগর ইউনিয়নের যে কোন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষ খাদ্য সহায়তায় তার দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তিনি নিরবে তাদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেবেন।

জানা যায়, করো’নার প্রভাবে বড়লেখায় কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের অসংখ্য মানুষ। ‘দিন আনে দিন খায়’ এমন মানুষদের জন্য এরই মধ্যে সরকারি খাদ্য সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। তবে নিম্ন মধ্যবিত্ত যারা জনসম্মুখে দাঁড়িয়ে ত্রাণ নিতে সংকোচবোধ করেন তাদের পরিবারগুলো পড়েছিল চরম সংকটে। ঘরে খাবার নেই, মানুষের সামনে হাত পাততে পারেন না- দুর্ভোগ জটিল হচ্ছিল ক্রমশই। এ অবস্থায় মধ্যবিত্ত সীমিত আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিতে ব্যতিক্রমী এ উদ্যোগ নেন আলহাজ্ব বদরুল ইস’লাম।জনসম্মুখে দাঁড়িয়ে যারা ত্রাণ নিতে সংকোচবোধ করেন এমন কর্মহীনদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতেই তার এই অ’ভিনব উদ্যোগ।ইতিমধ্যে আলহাজ্ব বদরুল ইস’লামের ব্যতিক্রমী এ উদ্যোগ সাড়া ফেলেছে ভুক্তভোগীদের মধ্যে

এ বিষয়ে আলহাজ্ব বদরুল ইস’লাম বলেন,দেশের এই ক্রান্তিকালে মধ্যবিত্ত পরিবারের মানুষেরা অনেক ক’ষ্টে দিনযাপন করছে।তারা না পারছে ত্রানের লাইনে দাঁড়াতে না পারছে কারো কাছে সাহায্য চাইতে। তাই তাদের এই ক’ষ্ট লাগবে আমি এই উদ্যোগ গ্রহণ করেছি।যে কোন মধ্যবিত্ত পরিবার আমা’র দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তার পরিচয় গো’পন রেখে আমি তার কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিবো।

উল্যেখ্য ইতিমধ্যে আলহাজ্ব বদরুল ইস’লাম উপজে’লার দক্ষিন ভাগ ইউনিয়ন ও সুজানগর ইউনিয়নের প্রায় ৩ হাজার ৬ শ হতদরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করেছেন।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.