
দৈনিক বড়লেখা সংবাদঃ করোনা পরিস্থিতির মধ্যে দেশের বৃহত্তম হাওর হাকালুকি এলাকার কৃষকের ধান কেটে দিচ্ছেন বড়লেখা উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
জানা গেছে,বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি সুমন আহমেদ ও বড়লেখা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সভাপতি ইমরান হোসাইন ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদের নেতৃত্বে নেতাকর্মীরা বড়লেখা উপজেলার হাকালুকি হাওরের মুর্শিবাদ , এলাকার কৃষকের ধান কেটে তাদের বাড়ি পৌঁছে দিচ্ছেন।
করোনার কারণে সারা দেশেই শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না কৃষকরা। উচ্চ মজুরি দিয়েও তারা শ্রমিক পাচ্ছেন না। এতে তারা বিপাকে পড়েছেন।বড়লেখা উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের এমন উদ্যোগের কথা শুনা গেলে আজ বৃহস্পতিবার ২৩ এপ্রিল সরেজমিন গিয়ে ধান কাটার এ চিত্র দেখা যায়।
এ বিষয়ে বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন জানান করোণা পরিস্থিতিতে দেশের শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছেন না হাওর এলাকার কৃষকরা এমতাবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বড়লেখা উপজেলা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে দিনব্যাপী ধান কাটার উদ্যোগ নিয়েছেন।তিনি আরো বলেন শ্রমিক সংকটে কৃষকের পাশে আমরা সকল দাঁড়ালে খাদ্য সংকট কাটাতে সক্ষম হবো।
