বড়লেখায় করোনা উপসর্গে মারা যাওয়া ব্যক্তির দাফন সম্পন্ন করলো কওমি স্বেচ্ছাসেবী টিম

এম.এম আতিকুর রহমান, বড়লেখাঃ

মৌলভীবাজারের বড়লেখায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া আব্দুল জব্বার (৪০) এর দাফন সম্পন্ন করা হয়েছে। কওমি মাদ্রাসার সেচ্ছাসেবী টিমের মাধ্যমে জানাযা ও দাফন সম্পন্ন হয় গত রাত ১.২১ মিনিটে।

আব্দুল জব্বারের জানাযার নামাজে ইমামতি করেন কওমি মাদ্রাসার স্বেচ্ছাসেবী টিমের সদস্য মাওলানা মাসুম আহমদ তার নেতৃত্বে জানাযা শেষে দাফন কার্য পরিচালনা করেন কওমি মাদ্রাসার স্বেচ্ছাসেবী টিমে সদস্য মাওলানা তায়েফ আহমদ, মাওঃ হাসান আহমদ, উসমান আহমদ মাওঃ নাইম আহমদ।

এসময় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতায় ছিলেন বড়লেখা উপজেলা ইউএনও শামীম আল ইমরান, থানা অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস।

গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির গাংকুল গ্রামের মৃত আজমল আলীর ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। তবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার স্যাম্পলের রিপোর্ট এখনো আসেনি, আসলে জানা যাবে তিনি করোনা পজিটিভ কি না।

জানা গেছে, আব্দুল জব্বার কিছুদিন থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন। গত দুদিন আগে তাঁর জ্বর ও উঠে। বৃহস্পতিবার সকালে জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট ও বুকব্যাথা বেড়ে গেলে স্বজনরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে তাঁকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়। সন্ধ্যার দিকে তিনি শহীদ শামসুদ্দিন হাসপাতালে মারা যান। রাতে দাফনকাজ শেষে তাহার বাড়ি লকডাউন করে দেয় প্রশাসন।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.