বিয়ানীবাজারে ১ যুবকের করোনা সনাক্ত


এবাদুর রহমান জাকিরঃ বিয়ানীবাজার উপজেলায় প্রথম এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত যুবক (৩০) পৌরশহরের একটি জুয়েলারি দোকানে কাজ করেন। তিনি সম্প্রতি টাঙ্গাইল থেকে ফিরেছেন বলে জানা গেছে।

আক্রান্ত যুবকের বসবাস পৌর এলাকার নয়াগ্রামে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা শনাক্ত হওয়া ওই যুবককে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে নেয়ার প্রস্তুতি চলছে। বর্তমানে মেডিকেল টিম তাঁর বাড়িতেই অবস্থান করছে। একই সাথে তাঁর বাড়ি লকডাউন করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। এর আগে গত ২১ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য প্রশাসন।

এর পর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে টেস্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিন ওসমানী মেডিকেলের করোনা পরীক্ষাগারে ১৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জনের করোনা পজিটিভ আসে। এরমধ্যে সিলেটের ৫, সুনামগঞ্জের ৮ ও হবিগঞ্জের ৩ জন রয়েছেন। তবে আগের দিন মৌলভীবাজারের দুজন করোনা শনাক্ত হলেও বৃহস্পতিবার ওই জেলার কারো করোনা পজিটিভ ধরা পড়েনি।

এদিকে বৃহস্পতিবারের ১৬ জন মিলে সিলেট বিভাগে এপর্যন্ত ৪৯ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে সিলেট জেলার প্রথম করোনা আক্রান্ত ডা. মঈন উদ্দিন গত ১৫ এপ্রিল মারা গেছেন।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.