
সমছ উদ্দিনঃ পুরো বিশ্ব যখন আতংকিত ভয়ংকর করোনা ভাইরাস নিয়ে।এই ভয়ংকর ভাইরাসে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আক্রান্ত বাংলাদেশ। করোনা ভাইরাস প্রতিরোধে সারা বিশ্বের মত বাংলাদেশেও বন্ধ সব ব্যবসা বাণিজ্য, চাকরি ,এমনকি যানচলাচল সহ সব দোকানপাট । ভাইরাসটির প্রভাবে হত দরিদ্র মানুষ অনাহারে দিন কাটাচ্ছে।
তাই বড়লেখা উপজেলার ছিগামহল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্দেগে ৫০ কর্মহীন পরিবারের মধ্যে রামজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন সংঘটনের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ। যারা দেশ বিদেশি থেকে সাহায্যে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পরিষদের দায়িত্বশীলবৃন্দ।
