আড়িয়ল বিলে কৃষকের ধান কেটে দিলেন জয়-লেখক

মুন্সীগঞ্জের আড়িয়ল বিলের বিস্তীর্ণ জমিতে এখন পাকা ধানের সমাহার। তবে করোনার কারণে শ্রমিক সংকটে এসব ধান কেটে বাড়ি নিতে পারছেন না অসহায় কৃষক। এমনই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। বৃহস্পতিবার মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে।

দিনব্যাপী শ্রীনগর উপজেলার হাসাড়া ও গাদিঘাট এলাকায় আড়িয়ল বিলে এ ধান কাটা হয়।

বিকালে ধান কাটার এ কর্মসূচিতে যোগ দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, দিনব্যাপী কর্মসূচিতে ৮০ শতাংশ জমির ধান কাটেন নেতাকর্মীরা। পরে এসব কাটা ধান কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় জানান, করোনা পরিস্থিতির শুরু থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে ধান কাটার মৌসুমে শ্রমিক সংকটের কারণে কৃষকরা ধান কাটতে পারছেন না। তাই বাংলাদেশ ছাত্রলীগের ৫০ লাখ নেতাকর্মীদের এই অবস্থায় দেশের প্রত্যেক এলাকায় কৃষদের পাশে থেকে সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকদের পাশে থাকাটা ছাত্রলীগের জন্য সৌভাগ্যের।

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জানান, সবসময় বাংলাদেশ ছাত্রলীগ মানুষের পাশে ছিল। আমরা আড়িয়ল বিলে ধান কেটেছি ও নেতাকর্মীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। দুঃস্থ-অসহায় কৃষকদের পাশে প্রতিদিন দেশব্যাপী ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কাটায় অংশ নেবে।

এসময় অন্যদের মধ্যে ছিলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক আপন দাস, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল, টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি খালিদ হাসান খান, সাধারণ সম্পাদক দিপু মাঝি, শ্রীনগর সভাপতি তর্ণক লিজু, সাধারণ সম্পাদক আবির রায়হান সৈকত, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সিহাব আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, এর আগেও গতবছর ধান কাটার মৌসমে মুন্সীগঞ্জ জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগকে দুঃস্থ কৃষকের ক্ষেতের ধান কেটে দিতে দেখা যায়।

এছাড়াও, একইদিন গজারিয়া উপজেলায় দুঃস্থ কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে উপজেলা ছাত্রলীগ।

সুত্রঃ ঢাকাটাইমস

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.