
দৈনিক বড়লেখাঃমৌলভীবাজারের বড়লেখা উপজেলার কয়েকজন তরুণের সমন্বয়ে গঠিত মিশন হিউম্যানিটি পরিবার এর উদ্যোগে করোনা পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার (২১ এপ্রিল) দ্বিতীয়ধাপে মাহে রমযানের উপহার স্বরুপ বড়লেখা পৌর এলাকার ৫০ টি পরিবারে খাদ্য সামগ্রী প্রদান করে।
খাদ্য সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন মিশন হিউম্যানিটি পরিবারের উদ্যোগক্তা প্রভাষক তারেক আহমদ, সদস্য নাহিদ আহমেদ, মাহিন আবসার, জালাল আহমদ ও নাসিম আহমদ প্রমূখ।
মিশন হিউম্যানিটি পরিবারের উদ্যোগক্তা প্রভাষক তারেক আহমদ বলেন, নৈতিক ও মানবিক দায়িত্ববোধ থেকে বৈশ্বিক করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অঘোষিত লকডাউনে কর্মহীন মানুষের কথা চিন্তা করে আমরা হিউম্যানিটি পরিবার স্বেচ্ছায় এগিয়ে এসেছি। আমাদের লক্ষ্যেই হলো মানবতার তরে এগিয়ে যাওয়া।
তিনি আরোও বলেন, আসন্ন মাহে রমযানে চরম ভোগান্তিতে পড়বে খেটে খাওয়া মানুষজন বর্তমান পরিস্থিতিতে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর দিকে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে সকলের সু-দৃষ্টি কামণা করেন।
