
পুরো বিশ্ব যখন আতংকিত ভয়ংকর করোনা ভাইরাস নিয়ে।এই ভয়ংকর ভাইরাসে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আক্রান্ত বাংলাদেশ। করোনা ভাইরাস প্রতিরোধে সারা বিশ্বের মত বাংলাদেশেও বন্ধ সব ব্যবসা বাণিজ্য, চাকরি ,এমনকি যানচলাচল সহ সব দোকানপাট । ভাইরাসটির প্রভাবে হত দরিদ্র মানুষ অনাহারে দিন কাটাচ্ছে।এই অভাব ঠেকাতে সমাজের বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক, মানবিক সংগঠনের মত পাশে দাঁড়িয়েছে সমাজসেবী সংঘটন তারাদরম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। বুধবার ( ২২ এপ্রিল) ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরমে ৫৫ কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন সংঘটনের বর্তমান ও সাবেক দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
