বড়লেখায় গাজিটেকা বাসতলা তরুণ সংঘের নিম্ন আয়ের পরিবারে উপহার সামগ্রী বিতরণ

খাদ্য সামগ্রী

নিউজ ডেস্কঃ :: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অঘোষিত লক ডাউনে কর্মহীন হয়ে পড়া বড়লেখা উপজেলা’র পৌরসভার ০১ নং ওয়ার্ডে (গাজিটেকা-বাসতলা) এলাকার সমাজসেবী সংঘটন গজিটেকা বাসতলা তরুণ সংঘের ব্যবস্থাপনায় ও প্রবাসী বিত্তবানদের সার্বিক সহযোগীতায় নিম্ন মধ্যবিত্ত আয়ের ৮০’টি পরিবারে আসন্ন রমজান উপলক্ষে উপহার সামগ্রী হিসাবে চাল ৭.৫ কেজি, আলু ৪.৫ কেজি,মশুর ডাল ১.৫ কেজি, পেয়াজ ১.৫ কেজি,সোয়াবিন ১ লিটার,ময়দা ১.৫ কেজি ও খেজুর ২৫০ গ্রাম করে সোমবার (২০ এপ্রিল) রাতে বাড়ি বাড়ি নিয়ে উপহার সামগ্রী পৌছে দেয় তরুণ সংঘের সদস্যবৃন্দ।

বাড়ি বাড়ি নিয়ে উপহার সামগ্রী পৌছে দিচ্ছে তরুণ সংঘের সদস্যবৃন্দ।

উপহার সামগ্রী বিতরণকালে বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো: কামরান চৌধুরী তার বক্তব্যে বলেন, বর্তমান পরিস্থিতিতে বাসতলা তরুণ সংঘের এরকম মানবিক কার্যক্রম প্রশংসার দাবী রাখে। তিনি আরোও বলেন এলাকার বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সহ সংঘটনটি অগ্রণী ভূমিকা পালন করছে। এসময় তিনি বাসতলা তরুণ সংঘ’কে সার্বিক সহযোগীতা প্রদান করার আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন, বাশতলা গ্রামের প্রবীণ মুরব্বি জনাব আব্দুল কাদির, রফিক উদ্দিন, ছিদ্দেক আলী, পৌর কাউন্সিলর আব্দুল মালিক ঝুনু, বড়লেখা পৌর বিএনপি’র সভাপতি আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশীদ, জুলহাস উদ্দিন, শিক্ষক জাহাঙ্গীর আলম লস্কর,বিশ্বজিৎ দাস, বিডি সিলেট নিউজ ডট কমের স্টাফ রিপোর্টার ও নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা মানব সেবা সংস্থার সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম(শুভ), ব্যবসায়ী লিটন দাস, লাবিদ আহমদ প্রমূখ,

এছাড়া উপহার সামগ্রী বাড়ি বাড়ি নিয়ে পৌছে দেন গাজিটেকা বাশতলা তরুণ সংঘের সভাপতি অপুজিত দাস, সহ-সভাপতি ওলিউর রহমান বাবুল,আশরাফুল ইসলাম, বিপুল দাস, সাধারণ সম্পাদক রেজাউল করিম সরদার, সহ-সাংগঠিনক জয়দুল তাফাদার, প্রচার সম্পাদক আব্দুল্লাহ রায়হান, সহ-প্রচার সম্পাদক আব্দুল সামাদ, আব্দুর রাহিম, অর্থ সম্পাদক মেহেদি হাসান রাফি,সহ-অর্থ সম্পাদক পাবেল আহমদ সহ-ক্রীড়া সম্পাদক মারুফ আহমদ,আব্দুল্লাহ ওমর সহ সদস্য রাহাত হাসান, ফাহিম আহমদ,সজিব আহমদ,রিপন তাপাদার,তানভির আহমদ, রায়হান আহমদ,সিদ্দিক আহমদ,মারজান আহমদ,ওয়াহিদ আলিম সরদার,প্রমথ দাস, লিহান সহ প্রমুখ।

উল্লেখ্য:- গাজিটেকা বাসতলা তরুণ সংঘ এর সভাপতি অপুজিত দাস বিডি সিলেট নিউজ ডট কম’কে বলেন, করোনাভাইরাস প্রতিরোধে তারা ইতিমধ্যে এলাকায় সচেতনতামূলক ক্যাম্পেইন, জীবাণুনাশক ঔষধ ছিটানো সহ নিম্ন আয়ের মানুষের মাঝে রাতের গভীর উপহার সামগ্রী বাড়ি বাড়ি নিয়ে পৌছে দিচ্ছেন এছাড়া দ্বিতীয় ধাপে পবিত্র মাহে রমজান উপলক্ষে আবারো খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহন করার পরিকল্পনা রয়েছে এবং সার্বক্ষণিক যারা তরুণ সংঘ’কে অর্থায়ন করে যাচ্ছেন তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.