কর্মহীন একশত পরিবারের পাশে দাড়ালেন অভিনেতা শামীম ও তার পরিবার।

দেশে বর্তমান পরিস্থিতিতে যে ভয়াবহ নামটি সবার পরিচিত সেটি হল করোনা (কোভিড-১৯) ভাইরাস যার থাবায় বাদ পড়েনি বাংলাদেশের মানুষও। ইতিমধ্যে দেশের প্রায় প্রতিটি জেলায় ছড়িয়ে পড়ছে ভয়াবহ এ ভাইরাসটি । এই ভাইরাস থেকে রক্ষা পেতে ইতিমধ্যে বের হয়নি কোন প্রতিশোধকও। তাই বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা , সামাজিক দূরত্ব বজায় রাখা , বাড়ির বাইরে বের না হওয়া এই ভাইরাস থেকে বাঁচার উপায় হতে পারে বলে তারা ধারণা করছেন।

তাই সরকার দেশে সামাজিক দূরত্ব বজায় রাখতে ঝুঁকিপূর্ণ কিছু স্থানে পুরো শহর ও এলাকা লকডাউন ঘোষণা করেছে । দিন দিন বেড়েই চলেছে এই ভাইরাসের সংক্রমণ। এরই প্রেক্ষিতে পুরো দেশে চলছে অঘোষিত লকডাউন। যার ফলে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো । পড়তে হচ্ছে খাদ্যসংকটে । তাই করোনার এমন পরিস্থিতিতে গ্রীণবাংলার জনপ্রিয় অভিনেতা মিজানুর রহমান শামীমের পরিবারের পক্ষ থেকে অভিনেতার গ্রাম ও আশে পাশের গ্রামের প্রায় একশত পরিবার কে রাতের অন্ধকারে উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। খাদ্য সামগ্রী বিতরণ কালে সহযোগিতা করেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি আহমেদ রাজন, মনওয়ার বস্ক,সাদিক রহমান,স্বাধীন সামাজিক সংগঠনের সভাপতি আব্দুল করিম,আব্দুল কাইয়ুম সুজেল সহ প্রমুখ।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.