করোনায় আক্রান্ত সেনা সদস্যের আর্তনাদ,আয় মা আয় আমার বুকে আয়!

সেনাবাহিনীর এক জন সেনা সদস্য বিভিন্ন জায়গায় করোণা ভাইরাসের সেবা করতে গিয়ে নিজেই আক্রান্ত হয়েছেন। তার নিজের মেয়েকে একটু আদরের জন্য আর্তনাদ করেছে !!! আয় মা আয় আমার বুকে আয়!!!! ‌ ‌ তোকে একটু জড়িয়ে আদর করি,
আমি থাকবোনা হয়তো বেঁচে এই পৃথিবীতে
করোনা ভাইরাসে ধুকে ধুকে যাবো মরে।

নিজের করোনা ভাইরাস হয়েছে জেনে একমাত্র আদরের মেয়েকে একটু আদর ভালোবাসা দিতে,তাইতো মেয়েকে পলিথিন দিয়ে আটকিয়ে নিয়ে একটু আদর করছেন বাবা।
এ ধরনের ঘটনা আসলেই হৃদয় বিদারক। যা দেখলে সহ্য করা যায় না। আল্লাহ সকলকে হেফাজত করুন।

ছবি ও লেখা ফেইজবুক থেকে সংগ্রহীত

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.