
নিজস্ব সংবাদঃ বড়লেখায় দরগাবাজারে আন নাজাত ইসলামি সমাজ কল্যাণ পরিষদের উদ্দোগে ৩য় ধাপে (মধ্যবিত্ত) কর্মহীন ৮০ এর অধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন সম্পন্ন।
মহামারী করোনাভাইরাসের ফলে গৃহবন্ধি, কর্মহীন,আর্থিক ও খাদ্য সংকটে পড়া মধ্যবিত্ত লোকদের পাশে সামাজিক দায়বদ্ধতা থেকে আন নাজাত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ হতে ইতিপূর্বে এলাকার অসহায় ও দরিদ্র কর্মহীন ষাটোর্ধ পরিবার কে ত্রান বিতরণের পর গতকাল ২য় ধাপে অর্ধশত পরিবারকে নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসী একজন ভাইয়ের অর্থায়নে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ (২২এপ্রিল) ৩য় ধাপে মধবিত্ত কর্মহীন ৮০ এর অধিক পরিবারের মাঝে নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসী একজন ভাইয়ের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।এ নিয়ে আন নাজাত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পক্ষ হতে ৩ টি ধাপে সর্বমোট ১৯৫ টি পরিবারকে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
