
প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে ৫০ লাখ দুস্থের তালিকা তৈরি করা হচ্ছে। অতিদ্রুত তাদের রেশন কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। এরইমধ্যে কাজ শুরু করেছে জেলা প্রশাসকেরা।
এ সময় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, রেশন কার্ড তৈরিতে কোনো গাফিলতি যেন না হয়, তা কঠোরভাবে তদারকি করা হবে। কোনা প্রকার অনিয়ম সহ্য করা হবে না।
দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ত্রাণ সহায়তা বাড়াতে সাম্প্রতি ৫০ লাখ দুস্থের তালিকা তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর নির্দেশের পরপরই কাজ শুরু করেছে স্থানীয় জনপ্রশাসন। তালিকা তৈরির দায়িত্ব দেয়া হয়েছে জেলা প্রশাসকদের। জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সাথে সমন্বয় করে তাদের এ তালিকা করতে বলা হয়েছে।
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচিকে এগিয়ে নিতে এ তালিকা করা হচ্ছে। এখানে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। এই তালিকায় কেউ বাদ পড়লে তা যাচাই-বাছাই করার সুযোগ থাকবে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী।
করোনা মোকাবিলায় এডিবির কাছে বাড়তি আর্থিক সহায়তার অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোমবার অর্থমন্ত্রী এডিবির প্রেসিডেন্টের সাথে টেলিফোনে আলোচনার সময় এ অনুরোধ জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
এ সময় করোনা ভাইরাস মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য এডিবির স্বাস্থ্য ও অর্থনীতি খাতে দুই হাজার কোটি মার্কিন ডলার আর্থিক সহায়তার প্যাকেজ ঘোষণায় এডিবি’র প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন অর্থমন্ত্রী। বাংলাদেশে এ ভাইরাস মোকাবিলায় এডিবি থেকে বর্ধিত প্রকল্প সহায়তা, ২০১৯-২০ অর্থবছরের ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের অতিরিক্ত এবং ২০২০-২০২১ অর্থবছরের জন্য আরও ১ বিলিয়ন মার্কিন ডলারসহ অন্যান্য সুযোগ-সুবিধার অনুরোধ জানান অর্থমন্ত্রী।
সুত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টিভি।
