বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র খাদ্য সহায়তা প্রদান।


নিজস্ব প্রতিবেদকঃমহামারী করোনা ভাইরাসে মানুষজন আজ বিপর্যস্ত অসহায়। সেটা মাথায় নিয়ে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউ,কে’র উদ্যেগে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে সাময়িক অসুবিধাগ্রস্ত পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশীর এবং এতিমখানার শিশুদের পাশে দাঁড়িয়েছে লন্ডস্থ বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে। ক্লাবের সদস্যরা এমন সব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন যাদের অনেকই মধ্যবিত্ত শ্রেণীর, যারা চরম এ দুর্দিনে না পারছেন কারো কাছে হাত পাততে, না পারছেন ত্রাণের লাইনে দাঁড়াতে।

বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান জনাব সোয়েব আহমেদ


মঙ্গলবার (২১এপ্রিল) সংগঠনের দেশে থাকা প্রতিনিধিদের মাধ্যমে উপজেলার ২৪০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে লন্ডস্থ বড়লেখা ফ্রেন্ডস ক্লাব।

বক্তব্য রাখছেন মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা

জানা গেছে, বড়লেখা ব্লাড ডনেট ক্লাব ও দূর্বারমুক্ত স্কাউট দলের সদস্যদের সহযোগিতায় প্যাকেট করা হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, মশুর ডাল, পেঁয়াজ, তেল, সাবান, লবন, চানা ও আলু। মঙ্গলবার সকাল ১০টায় বড়লেখা পৌরশহরের ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাবের প্রতিনিধিদের মাধ্যমে উপজেলার বিভিন্ন গ্রামের মানুষের মধ্য খাদ্যসামগ্রীর প্যাকেটগুলো বুঝিয়ে দেয়া হয়।


ফেন্ডস ক্লাব ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি মাষ্টার নাজিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, সোয়েব আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাসনা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ষাটমা মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন,মাষ্টার বদরুল ইসলাম, মোঃনুরুল ইসলাম বাবলু, জসিম উদ্দিন জামী,
জুবের আহমদ, কামরুল ইসলাম, রেজাউল হক, ইব্রাহীম সাজু, কমল দেব, নজরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মামুনুর রশিদ, সাইদুল ইসলাম, প্রমুখ।

খাদ্য সামগ্রী

ক্লাবের সভাপতি নাজিম আহমদ ও সেক্রেটারি আব্দুল মোমিন বেলাল এক বার্তায় বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে যুক্তরাজ্যে আমরাও অবরুদ্ধ অবস্থায় রয়েছি। দেশে আমাদের এলাকার অনেক মানুষ করোনা সংকটে কর্মহীন হয়ে পড়েছেন। তাদের সহায়তার জন্য ক্লাবের পক্ষ থেকে আমরা যুক্তরাজ্যে বসবাসরত সংগঠনের সদস্যদের আহ্বান করেছিলাম; কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কম সময়ের মধ্যেই ক্লাবের সকল সদস্যসহ যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখার মানুষ এ আহ্বানে আন্তরিকভাবে সাড়া দেন। আমরা প্রথম দফায় ২৪০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছি। এবং আমাদের এ সহায়তা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.