করোনার মধ্যেই হতে পারে বন্যা


বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে কিংবা আগামী সপ্তাহে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। ভারতে ভারি বর্ষণের কারণে বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কয়েকটি স্থানে আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে আবহাওয়া অফিসের তথ্য বলছে, আগামীকাল মঙ্গলবার থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাত হবে। রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামসহ দেশের মধ্যাঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহব্যাপী চলবে এই বৃষ্টি। এই সময় থেকে চলতি মাসের শেষ পর্যন্ত কোথাও দমকা হাওয়া, বজ্রসহ শিলাবৃষ্টি হবে। সুত্রঃদৈনিক শিক্ষা

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.