ধান কেটে কৃষকের বাড়ি দিয়ে এলো ছাত্রলীগ

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে।

এ অবস্থায় কৃষকের লোকসান কমাতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে গরিব কৃষকের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা কৃষকের ধান কেটে জমি থেকে বাড়ি পৌঁছে দিয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দিনভর সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কাতলাসেন এলাকায় দুই কৃষকের ১০ কাঠা জমির ধান কেটে, আঁটি বেঁধে বাড়ি পৌঁছে দেন তারা।

জেলা ছাত্রলীগ নেতা তানভীর জুবায়ের ইসলাম তারিনের নেতৃত্বে ৩০ নেতাকর্মী ধান কাটার এ কাজে অংশ নেন। ধান কাটা শেষে নেতাকর্মীরা কাতলাসেন এলাকার চরপাড়া মাঠ থেকে প্রায় এক কিলোমিটার দূরে কৃষক চানু মুন্সী ও আব্দুর রহমানের বাড়িতে পৌঁছে দেন।

কৃষক চানু মুন্সী ও আব্দুর রহমান জানান, শ্রমিক সঙ্কটের কারণে পাকা ধান কাটতে পারছিলেন না। জমিতে নষ্ট হচ্ছিল পাকা ধান। ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে ধান কাটতে সাহায্য করেছে তা কখনো ভোলার নয়।

ছাত্রলীগ নেতা তানভীর জুবায়ের ইসলাম তারিন বলেন, ‘মানবিক কারণেই আমরা দরিদ্র কৃষকের ধান কেটে সহায়তা করেছি। যেসব দরিদ্র কৃষক জমির ধান কাটতে না পারবে, তাদের জমির ধান কাটাসহ বাড়িতে পৌঁছানোর কাজে সার্বিক সহযোগিতা করা হবে।’ সুত্রঃ রাইজিং বিডি

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.