দুই কারণে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

নিউজ ডেস্কঃ দুই কারণে দেশে দিন দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ‌্যা বাড়ার দুটি কারণ উল্লেখ করে স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, আশানুরূপ লকডউন কাজ হচ্ছে না, লকডাউন না মানায় কমিউনিটি ট্রান্সমিশন বাড়ছে। আর আক্রান্ত এলাকা থেকে লোকজন ভালো এলাকায় যাচ্ছে, এতে নতুন করে অন্য এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

তিনি বলেন, বিগত কয়েকদিনের পরীক্ষায় করোনা রোগীর সংখ্যা তিনশর মধ্যে রয়েছে। আক্রান্তর সংখ্যা এর চেয়ে না বাড়লে আমরা ভাগ্যবান। আর যদি বেড়ে যায় তাহলে আশঙ্কার কথা।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ৯১ জনে দাঁড়িয়েছে। এছাড়া একই সময়ে নতুন করে আরও ৩১২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর আগে ২ হাজার ১৪৪ জন আক্রান্ত ছিলেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৫৬ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন নয়জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৫ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ২ হাজার ৬৩৪ জনের। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮২৫ জনের। সুত্রঃ রাইজিং বিডি

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.