
নাহিদ আহমদ : বিশ্বব্যাপী মরনব্যাধী করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় সরকারের তরফ থেকে সব ধরনের জনসমাগম বন্ধ করার ফলে স্হবির হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছে খেটে খাওয়া দিন মজুর নিম্ন ও মধ্যবিত্ত পরিবার।
পৃথিবীর এই ক্রান্তিকালে নিজ অবস্ত্রান থেকে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান আর. কে লাইসিয়াম স্কুলের SSC ১৮ ব্যাচের শিক্ষার্থীরা।
তাদের উদ্যোগে ৬০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। বিতরন করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল ৬ কেজি, পেঁয়াজ ২ কেজি, আলু ৩ কেজি, লবন ১ কেজি, তৈল ১ লিটার, ডাল ১ কেজি, সাবান ১ টা।
