
দেশে নতুন করে আরো ২৬৬ জনের দেহে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরো ১৫ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করে আরো ২৬৬ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১ হাজার ৮৩৮ হয়েছে। সেই সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৫।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে যুক্ত হয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এ সর্বশেষ তথ্য তুলে ধরেন।
মন্ত্রী জানান, আক্রান্তদের মধ্যে গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরো নয়জন। এ পর্যন্ত মোট ৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কভিড-১৯-এ আক্রান্ত রোগীদের মধ্যে ৩৩ শতাংশ হাসপাতালে গিয়ে সেবা নিয়েছেন। বাকিরা হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন। গত পাঁচ সপ্তাহের মধ্যে ২৭ জন রোগী অর্থাৎ ১.৮ শতাংশ আক্রান্তকে আইসিইউতে রেখে চিকিৎসা দিতে হয়েছে। এ হার থেকে বলা যায়, ১০ হাজার রোগীকে যদি আইসিইউ সাপোর্ট দিতে হয়, তাহলে ৮০টি ভেন্টিলেটর লাগবে। এ সাপোর্টও একবারে লাগবে না, বিভিন্ন সময়ে এটা লাগবে। সুত্রঃ বণিক বার্তা
