দেশে নতুন শনাক্ত ২৬৬ জন, আরো ১৫ জনের মৃত্যু

দেশে নতুন করে আরো ২৬৬ জনের দেহে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরো ১৫ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করে আরো ২৬৬ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১ হাজার ৮৩৮ হয়েছে। সেই সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৫।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে যুক্ত হয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এ সর্বশেষ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, আক্রান্তদের মধ্যে গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরো নয়জন। এ পর্যন্ত মোট ৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কভিড-১৯-এ আক্রান্ত রোগীদের মধ্যে ৩৩ শতাংশ হাসপাতালে গিয়ে সেবা নিয়েছেন। বাকিরা হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন। গত পাঁচ সপ্তাহের মধ্যে ২৭ জন রোগী অর্থাৎ ১.৮ শতাংশ আক্রান্তকে আইসিইউতে রেখে চিকিৎসা দিতে হয়েছে। এ হার থেকে বলা যায়, ১০ হাজার রোগীকে যদি আইসিইউ সাপোর্ট দিতে হয়, তাহলে ৮০টি ভেন্টিলেটর লাগবে। এ সাপোর্টও একবারে লাগবে না, বিভিন্ন সময়ে এটা লাগবে। সুত্রঃ বণিক বার্তা

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.