গুলি করে একজনকে হত্যার পর দুই জনকে অপহরণ করে পালালো সন্ত্রাসীরা

নিউজ ডেস্কঃবান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। এসময় দুই জনকে অপহরণ করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ক্যনাইজুপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। মোটরসাইকেলে করে একদল সশস্ত্র সন্ত্রাসী ওই পাড়া সংলগ্ন দোকানে অতর্কিত হামলা চালিয়ে হত্যা ও অপহরণ করে।

নিহত ব্যক্তির নাম মংসাই মারমা (৩০)। তার বাড়ি থানচি উপজেলার রেমাক্রী এলাকায়। তিনি একসময় মারমা লিবারেশন পার্টির সদস্য ছিলেন বলে স্থানীয়রা দাবি করেন। তারা আরও জানান, তিনি সম্প্রতি জনসংহতি সমিতির সংস্কার গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাৎক্ষণিকভাবে অপহৃত দুজনের পরিচয় পাওয়া যায়নি। কারা কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।

ওই এলাকার মৌজা হেডম্যান ম্যচিং মারমা জানান, ‘সকালে মোটরসাইকেলে করে মুখোশ পরা একদল সশস্ত্র যুবক হঠাৎ পাড়ার পাশের দোকানগুলোতে এসে গুলি চালায়। পরে তারা যাওয়ার সময় দুই জনকে ধরে নিয়ে যায়। এদিকে এ ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ গিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবীর জানান, ‘সন্ত্রাসীরা গুলি করে ক্যানাইজু পাড়ায় একজনকে হত্যা করেছে। আরও দুই জনকে ধরে নিয়ে গেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ- সেনাবাহিনী।’

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি জামছড়ি এলাকায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত ও দুই জন আহত হন।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.