২০২২ সাল পর্যন্ত শারীরিক দূরত্ব!

বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী বছরগুলোয় কভিড-১৯ ফিরে আসতে পারে। এর মধ্যে কার্যকর ওষুধ ও ভ্যাকসিন তৈরি না হলে শারীরিক দূরত্বের ব্যবস্থাগুলো বিভিন্ন স্থানে ২০২২ সাল পর্যন্ত মাঝেমধ্যে কার্যকর করার প্রয়োজন হতে পারে।

সায়েন্স জার্নালে প্রকাশিত ওই গবেষণাপত্রে বিজ্ঞানীরা উপসংহারে পৌঁছেছেন যে ধারাবাহিক নিষেধাজ্ঞা ব্যতিরেকে পরিস্থিতি বর্তমানের চেয়ে আরো ভয়াবহ হতে পারে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজির অধ্যাপক ও গবেষণাটির সহলেখক মার্ক লিপসিচ বলেন, দুটি বিষয় সংক্রমণ ছড়িয়ে দিতে কাজ করে, সংক্রমিত মানুষ ও সংবেদনশীল মানুষ। আমাদের শরীরে যতক্ষণ না অধিক পরিমাণে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত এটা থেকে মুক্তি পাওয়া কঠিন। ভাইরাসটির সংক্রমণের বিস্তার সম্পর্কে আমরা এখন পর্যন্ত যা জানি, তার সঙ্গে হোয়াইট হাউজের দেয়া এ গ্রীষ্মেই মহামারী শেষের পূর্বাভাস সামঞ্জস্যপূর্ণ নয়।

গবেষণাটিতে বলা হয়েছে, নতুন কার্যকর চিকিৎসা, একটি ভ্যাকসিন বা ক্রমবর্ধমান গুরুতর যত্নের ক্ষমতা বৃদ্ধি করতে পারলে শারীরিক দূরত্বের ব্যবস্থাগুলো কিছুটা শিথিল করা যেতে পারে। তবে এগুলো না পাওয়া গেলে শারীরিক দূরত্ব ও নজরদারি ২০২২ সাল পর্যন্ত বজায় রাখা প্রয়োজন হতে পারে।

সুত্রঃ দ্য গার্ডিয়ান

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.