রাজধানীতেই পাঁচ শতাধিক মানুষের করোনা

দেশে মোট করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত ১২৩১ জনের মধ্যে কেবল রাজধানী ঢাকাতেই ৫১৮ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সূত্রে গতকাল বুধবার পর্যন্ত প্রকাশিত তথ্যে এ বিষয়টি জানা গেছে।
রাজধানীর যেসব এলাকায় করোনাভাইরাস শনাক্ত পাওয়া গেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো- ওয়ারীতে ২৬, টোলারবাগে ১৯, যাত্রাবাড়ীতে ১৯, লালবাগে ১৮, ধানমন্ডিতে ১৮, উত্তরায় ১৭, তেজগাঁওতে ১৬, মোহাম্মদপুরে ২০, বাসাবোতে ১৪, গেন্ডারিয়ায় ১৩, বাবু বাজারে ১১, মহাখালীতে ১০, মগবাজারে ১০, মিরপুর (১২) ১০, মিরপুর (১১) ১১, গ্রিন রোডে ১০, বনানীতে ৮ ও বাড্ডায় ৬ জন।

ঢাকা শহরে শনাক্ত পাঁচ শতাধিক ব্যক্তি ছাড়াও বিপজ্জনক স্থানের তালিকায় রয়েছে নারায়ণগঞ্জ জেলা। সেখানে করোনা শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে দুই শত। নারায়ণগঞ্জ জেলায় মোট করোনা শনাক্ত এখন ২১৪ জন।

এছাড়া নরসিংদীতে এখন ২৮ জন শনাক্ত হয়েছেন। গাজীপুরে ৫৩ জন শনাক্ত হয়েছেন। এছাড়া রাজবাড়িতে ৬ জন, টাঙ্গাইলে ৯ জন এবং গোপালগঞ্জে ৯ জন শনাক্ত হয়েছে।
ঢাকা শহরের বাইরে ঢাকা জেলায় ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া কিশোরগঞ্জে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

সুত্রঃ কালের কণ্ঠ অনলাইন

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.