সৌদি থেকে ফিরলেন ৩৬৬ বাংলাদেশি

সৌদি আরবে আটকা পড়া ওমরাহ যাত্রীসহ ৩৬৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের মধ্যে ১৩২ বাংলাদেশি ওমরাহ করতে সৌদি যান এবং ২৩৪ জন সেদেশের বিভিন্ন কারাগারে ছিলেন।

আজ বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় তাদের বহনকারী সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৬ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

জানা গেছে, ফ্লাইট থেকে নামার পর তাদের স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিংয়ে কারও শরীরের তাপমাত্রা বেশি পাওয়া গেলে তাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে আশকোনা হজ ক্যাম্পের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। এ ছাড়াও ফ্লাইটের বাকী সবাইকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.