বড়লেখায়ঃ ২৫শ পরিবারকে খাদ্য সামগ্রী দেয়ার প্রস্থতি; সমাজ সেবক সাইদুল ইসলামের

নিজস্ব সংবাদঃ বড়লেখা পৌরসভার গাজিটেকা গ্রামের তরুন ব্যবসায়ী ও সমাজসেবক আগামী দিনের সম্ভাব্য পৌর মেয়র পদপ্রার্থী জনাব সাইদুল ইসলামে নিজ উদ্যোগে, বড়লেখা পৌরসভা ব্যাপি ২৫০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

সাইদুল ইসলাম তার ফেইজবুক আইডি থেকে এক স্টেটাসে বলেন, প্রায়২৫০০এর অধিক পরিবারের জন্য ইতিমধ্যে ত্রানসামগ্রী নিয়ে কাজ শুরু করেছি, মালগুলো প্যাকেটিং করে স্বচ্ছ তালিকা মাধ্যমে খুব শীগগীরই আপনাদের দোয়ারে আমি ও আমার স্বেচ্ছাসেবকরা ত্রান নিয়ে আসছি। সম্মানিত পৌরবাসী আপনারা বিচলিত হবেন না,আমি আপনাদের সাথে আছি। শুধু আপনারা আমার সাথে থাকুন।


জনাব সাইদুল ইসলাম সাহেবের ফেইসবুক আইডির পুস্ট টি দৈনিক বড়লেখা এর পাঠকদের জন্য থেকে হুবুহু তুলে ধরা হলো।

আলহামদূলিল্লাহ,
প্রায়২৫০০এর অধিক পরিবারের জন্য ইতিমধ্যে ত্রানসামগ্রী নিয়ে কাজ শুরু করেছি, মালগুলো প্যাকেটিং করে স্বচ্ছ তালিকা করে খুব শীগগীরই আপনাদের দূয়ারে আমি ও আমার স্বেচ্ছাসেবকরা ত্রান নিয়ে আসছি। সম্মানিত পৌরবাসী আপনারা বিচলিত হবেন না,আমি আপনাদের সাথে আছি। শুধু আপনারা আমার সাথে থাকুন।
বিনীত,
আপনাদের সেবক,
সমাজ সেবক
সাইদূল ইসলাম
সম্ভাব্য মেয়র পদপ্রার্থী
বড়লেখা পৌরসভা।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.