
নাহিদ আহমদ : বিশ্বব্যাপি করোনা ভাইরাসের কারনে চরম দূর্ভোগে দিন কাটছে নিম্নবিত্ত ও মধ্যেবিত্ত পরিবারের মানুষের। অসহায় হয়ে পড়েছে দিনমজুর মানুষ। এই দূর্ভোগে অসহায় দরিদ্র পরিবারের পাশে দাড়ালো বড়লেখার সামাজিক ও ক্রিড়া সংগঠন দক্ষিণ সুড়িকান্দি আদর্শ ক্লাব। প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে বিতরন করা হয়েছে খাদ্য সামগ্রী। বিতরন করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তৈল, আলু, পেঁয়াজ, লবন। শনিবার সকালে সুড়িকান্দি গ্রাম সহ নেরাকান্দি, খলাকান্দি, শংকরপুর গ্রামের অসহায় পরিবার এর মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এই সময় উপস্তিত ছিলেন দক্ষিণ সুড়িকান্দি আদর্শ ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান জনাব শফিক উদ্দিন আহমেদ, অত্র ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট মুরব্বী জনাব হাজী মুছব্বীর আলী সাহেব, বিশিষ্ট মুরব্বী জনাব ফয়জুর রহমান সাহেব, ক্লাবের সাবেক সভাপতি হিফজুর রহমান সুমন, ক্লাবের বর্তমান সভাপতি শফিকুল হক সহ ক্লাবের সদস্য বৃন্দরা উপস্তিত ছিলেন।
