
নিউজ ডেস্কঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া দুর্গাপুরে (২৫) বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার নির্মাণ শ্রমিক সুজন (২২) এর বিরুদ্ধে। সুজন ওই এলাকার তার নানা মৃত আইয়েব আলী খানের বাড়ীতে থাকে এবং সে গালুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার রুস্তুম তালুকদারের ছেলে।
ধর্ষণের শিকার নারীর মা’ নাসিমা বেগম জানান, আমার মেয়ে দীর্ঘ ১০-১২ বছর যাবত মানষিক প্রতিবন্ধী ও ভারসাম্যহীন অবস্থায় আছে। তাকে আমরা বিভিন্ন সময় চিকিৎসা করিয়াছি কিন্তু সুস্থ হননি। তাকে ঘরে রাখলে সে মানসিক ভাবে উত্তেজিত হয়ে ঘরের সকল আসবাবপত্র ভাংচুর করে। তার জন্য তাকে আমাদের বারান্দায় রাখি। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে আমার মেয়েকে সুজন ধর্ষণ করে। তখন মেয়ের চিৎকার শুনে আমি ও আমার অন্য মেয়ে বারান্দায় ছুটে আসলে সুজন পালিয়ে যায়।
পরবর্তীতে সুজনের পরিবারের কাছে বিচার দিলে সুজন ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকালে আমি ও আমার কলেজ পড়–য়া অন্য মেয়ের উপর হামলা চালায় এবং এক পর্যায় স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তখন সুজন আমার আরেক কলেজ পড়ুয়া মেয়েকেও ধর্ষণের হুমকি দেয়।
সুজন এর আগেও মানুষিক প্রতিবন্ধী মেয়েটির সাথে এমন ঘটনা ঘটিয়ে ধামাচাপা দেয়া হয় বলেও অভিযোগ মায়ের।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন জানান, মৌখিক ভাবে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
